রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত ৯০

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত ৯০

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি কেন্দ্রে গাড়িবোমা হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় কয়েক ডজন আহত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গতকাল স্থানীয় সময় সকালে গাড়িবোমার এ বিস্ফোরণটি হয় বলে জানিয়েছে বিবিসি।

দেশটির আমিন অ্যাম্বুলেন্সের প্রতিষ্ঠাতা আব্দিকাদির আব্দিরাহমান হাজি আদেন বলেছেন, হতাহতের সংখ্যা আরও বেশি। মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করছি।  তিনি জানান, বিস্ফোরণের বিকট শব্দ শুনে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন। ‘অসংখ্য আহত ব্যক্তি সাহায্যের জন্য কাতরাচ্ছিলেন; পুলিশ তখন গুলি ছোড়া শুরু করলে আমি ফের ঘরে চলে আসি,’ টেলিফোনে এমনটাই বলেছেন ৫৫ বছর বয়সী এ ব্যক্তি। আহতদের অনেককে কাছাকাছি মদিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে সেখানে থাকা রয়টার্সের এক প্রতিবেদক নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলা মোগাদিশুর মেয়র ওমর মাহমুদ প্রাথমিকভাবে বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছে বলে জানান। আহতদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী, বলেছেন তিনি। ডেইলি মেইলের এক প্রতিবেদনে তল্লাশি কেন্দ্রে গাড়িবোমা হামলায় নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও আছে বলে জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার না করলেও সরকারি কর্মকর্তারা হামলার পেছনে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাবকে সন্দেহ করছেন। সোমালিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারকে উৎখাতে আফ্রিকান এ জঙ্গিগোষ্ঠীটি প্রায়ই হামলা চালায়। হামলার বিস্তারিত ও হতাহতের সংখ্যা নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এনডিটিভি, রয়টার্স ও বিবিসি

সর্বশেষ খবর