সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঝাড়খন্ডে মুখ্যমন্ত্রীর শপথে বিজেপির বিরুদ্ধে একাট্টা বিরোধী দল

সিএএ ও এনআরসি বাতিলের দাবিতে ধর্ণা

ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতা হেমন্ত সোরেন। এ নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন তিনি। গতকাল রাঁচিতে তার এ শপথগ্রহণ অনুষ্ঠান পরিণত হয়েছিল বিজেপি-বিরোধী ঐক্যের মহড়ায়। সদ্য সমাপ্ত নির্বাচনে ঝাড়খন্ডে ক্ষমতায় আসে এমএম-কংগ্রেস-আরজেডি জোট। খবর, এনডিটিভি।  শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকের এমকে স্তালিন প্রমুখ। তারা বিজেপি সরকারের দেশ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এক থাকার ইঙ্গিত দেন।  অনুষ্ঠানে হেমন্ত সোরেনের সঙ্গে শপথ নেন কংগ্রেসের দুই নেতা আলমগীর আলম ও রামেশ্বর ওঁরাও এবং আরজেডি বিধায়ক সত্যানন্দ ভোক্তা। তারা শপথ নেন মন্ত্রী হিসেবে। শপথ অনুষ্ঠানের পর টুইটারে দেওয়া এক পোস্টে এ নিয়ে কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কংগ্রেসের মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় টুইট করে নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান।

শহর থেকে জেলা, ধর্নায় বসল তৃণমূল : ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাতিলের দাবিতে পশ্চিমবঙ্গব্যাপী ধর্না কর্মসূচিরও ঘোষণা করেছিলেন মমতা। গত পরশু থেকে সেই কর্মসূচি পালন করছে তৃণমূল।

সর্বশেষ খবর