মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিজেপিকে একঘরে করার ডাক মমতার

সিএএ সমর্থনে মোদির প্রচারণা

কলকাতা প্রতিনিধি

যারা অন্য মানুষকে ভারত থেকে বিতাড়নের চেষ্টা করছে, সেই বিজেপিকে একা করে দেওয়ার ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও  জাতীয় নাগরিক পঞ্জি (এন আর সি) এর প্রতিবাদে এক মিছিল  থেকে এই ডাক দেন মমতা। গতকাল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় একটি মিছিলে অংশ নেন মমতা। সেখানেই বিজেপির বিরুদ্ধে দেশের বৈধ নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার অভিযোগও তোলেন মমতা।

মমতা বলেন, সিএএ ও এনআরসি নিয়ে যারাই শান্তিপূর্ণ আন্দোলন করছে বিজেপি তাদের অপরাধী বলে আখ্যায়িত করছে। তিনি ঘোষণা দেন, সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহার না করা পর্যন্ত তৃণমূল এই আন্দোলন প্রতিবাদ চালিয়ে যাবে। এদিকে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে গতকাল টুইটারের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি সিএএর ফলে কোনো মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না বরং দেওয়া হবে। 

সর্বশেষ খবর