শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঘোড়ায় চড়ে কোথায় গেলেন কিম?

ঘোড়ায় চড়ে কোথায় গেলেন কিম?

বরফ সাদা ঘোড়া। পাথুরে পাহাড়ি পথের চারপাশও বরফে ঢাকা। তেজি ঘোড়াটির পিঠে সওয়ার ব্যক্তির এক হাতে ধরা লাগাম।  মোটামুটি দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন। কিছুক্ষণ পরে তার পাশে ঘোড়ায় সওয়ার হয়ে দাঁড়ান আরও কয়েকজন। ঘোড়া ছুটিয়ে চলেছেন তারা গন্তব্যে। মনে হতে পাওে কোনো চলচ্চিত্রের দৃশ্য। কিন্তু তা নয়। ঘটনাটি হলো উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঘোড়ায় চড়ে পর্বতারোহণের। উত্তরকোরীয় স¤প্র্রচার মাধ্যম কেআরটি ২ জানুয়ারি এই ভিডিও প্রকাশ করেছে। এক ঘণ্টার ভিডিওচিত্রে দেখা গেছে,  উত্তর কোরিয়ার ফার্স্টলেডি রি সোল সু এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘোড়ায় চড়ে পিকতু পর্বতে চড়ছেন কিম। ওই পাহাড়ের চূড়ায় রাষ্ট্রের প্রতিষ্ঠাতা  কিম ইল সুং’র সমাধিসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করছেন তারা। এই প্রথম কিম এমন সাহসী কর্মকান্ড দেখিয়েছেন, বিষয়টি এমন নয়। এর আগেও বেশ কয়েকবার ২ হাজার ৭৫০ মিটারের উঁচু ওই চূড়াটিতে চড়েছেন তিনি। উত্তর কোরিয়ার মানুষের কাছে পাহাড়টি বেশ তাৎপর্যপূর্ণ।

দেশটির অনেক নাগরিক এটিকে ‘পবিত্র স্থান’ মনে করেন।

সর্বশেষ খবর