শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কারাগারে আমি ধীরে ধীরে মারা যাচ্ছি

-বন্ধুকে অ্যাসাঞ্জ

জুলিয়ান অ্যাসাঞ্জ নিজের স্বাস্থ্যের অবনতির প্রসঙ্গ উল্লেখ করে তার বন্ধুকে বলেছেন, আমি এখানে (কারাগার) ধীরে ধীরে মারা যাচ্ছি। বড়দিন উপলক্ষে যুক্তরাজ্যের কারাগার থেকে এক টেলিফোন কলে অ্যাসাঞ্জ এমন তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন তার বন্ধু ব্রিটিশ সাংবাদিক ভ্যাগহাম স্মিথ। ২০১২ সালের জুন  থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত ১১ এপ্রিল রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ওইদিনই তাকে জামিনের শর্তভঙ্গের দায়ে  দোষী সাব্যস্ত করে ব্রিটিশ আদালত। বেলমার্শ নামক কুখ্যাত কারাগারে সাজা ভোগ করছেন অ্যাসাঞ্জ। সাড়া জাগানো বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বড়দিন উপলক্ষে একটি টেলিফোনে কলের অনুমতি  দেওয়া হয়। এতে তিনি কথা বলেন ব্রিটিশ সাংবাদিক ভ্যাগহাম স্মিথের সঙ্গে। কারাবন্দীর পর থেকে ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতির শঙ্কা বাড়ছে। ব্রিটিশ সাংবাদিক ভ্যাগহাম উল্লেখ করেছেন, কথা বলার সময় অ্যাসাঞ্জের অনেক সমস্যা হচ্ছিল।

তার শরীরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা ভ্যাগহামের।

সর্বশেষ খবর