শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তৈরি হচ্ছে ভারতের সর্ববৃহৎ আটক কেন্দ্র

তৈরি হচ্ছে ভারতের সর্ববৃহৎ আটক কেন্দ্র

আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলায় নির্মিত হচ্ছে ভারতের সর্ববৃহৎ আটক কেন্দ্র। দেশজুড়ে জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) ঘোষণা আর সদ্য সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রেক্ষাপটে বিশাল আয়তনের এই আটক কেন্দ্র নির্মাণের পদক্ষেপ মুসলিমদের মধ্যে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে। কেননা আসামের এনআরসি থেকে বাদপড়াদের সংখ্যাগরিষ্ঠ অংশ মুসলিম। সিএএতেও উপেক্ষিত তাদের প্রশ্ন। আসামের নির্মাণাধীন আটক কেন্দ্রে কাজ করছেন ২৫ বছর বয়সী ইলেকট্রিশিয়ান আলী। গত বছর আসামে প্রকাশ হওয়া জাতীয় নাগরিক তালিকায় (এনআরসি) অন্তর্ভুক্ত হতে পারেননি আলীর বোন-ভগ্নিপতি। শ্রমিক আলীর মন্তব্য, এই কারাগার আমার হাত দিয়েই তৈরি হচ্ছে। এখন অজানা আশঙ্কা কাজ করছে হয়তো সরকার এই কারাগারেই পুরবে আমার বোন-ভগ্নিপতিকে। আর শেষ হয়ে যাবে তাদের সংসার। আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ বাসিন্দা। আপাতত ‘অবৈধ অভিবাসী’ হয়ে পড়া এসব বাসিন্দাদের গন্তব্য হবে গোয়ালপাড়ার মতো আটক কেন্দ্রগুলো। নয়তো তাদের প্রত্যর্পণ করা হবে। আসামের রাজধানী থেকে ১২৬ কিলোমিটার দূরে গোয়ালপাড়ার মাটিয়া গ্রামে গড়ে তোলা হচ্ছে কেন্দ্রটি। তিন লাখ বর্গফুট (২৮ হাজার বর্গফুট বা ২.৮ হেক্টর) জায়গাজুড়ে নির্মিত এই ভবনের ধারণক্ষমতা তিন হাজার মানুষ। গোয়ালপাড়ার প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই সেন্টারটির তিন দিকে বিস্তৃৃত খোলা জমি আর বাম দিকের একটি সড়ক রাজ্যের মূল শহর গুয়াহাটির সঙ্গে সংযুক্ত।

সর্বশেষ খবর