শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এবার লিবিয়ায় সৈন্য পাঠাচ্ছে তুরস্ক

লিবিয়ায় আঙ্কারা সমর্থিত সরকারের হয়ে লড়তে  দেশটিতে সৈন্য পাঠানোর একটি বিলে সায় দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। বৃহস্পতিবার বিলটি ৩১৫-১৮৪ ভোটে পাস হয়। পার্লামেন্ট সায় দেওয়ায় তুরস্ক এখন ত্রিপোলির নিয়ন্ত্রণ ধরে রাখা ফয়েজ আল-সিরাজের গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডের (জিএনএ) সমর্থনে সেনা পাঠাতে পারবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গত সপ্তাহে বলেছিলেন, পার্লামেন্টের অনুমোদন পেলে আঙ্কারা জানুয়ারিতেই লিবিয়ায় সৈন্য ও সরঞ্জাম পাঠাবে। রাশিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সমর্থিত খলিফা হাফতারের বাহিনীর সঙ্গে যুদ্ধে নাকাল জিএনএ গত মাসে তুরস্ককে সেনা পাঠাতে আনুষ্ঠানিক অনুরোধ জানায়।  সিরাজের সরকারের প্রতি তুরস্কের পাশাপাশি তিউনিসিয়ারও সমর্থন রয়েছে।

সর্বশেষ খবর