শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক বছরে যুক্তরাষ্ট্রে ২২৮ পুলিশের আত্মহত্যা

গেল বছর যুক্তরাষ্ট্রে ২২৮ পুলিশ আত্মহত্যা করেছেন। ব্লু হেল্প নামের একটি সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বৃহস্পতিবার সংস্থাটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইউএসএ টুডে জানায়, ২০১৯ সালে সর্বোচ্চ সংখ্যক পুলিশ আত্মহত্যা করেছেন। এর আগে ২০১৮ সালে ১৭২ জন, ২০১৭ সালে ১৬৮ জন এবং ২০১৬ সালে ১৪৩ জন পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেন। ব্লু হেল্পের সহ-প্রতিষ্ঠাতা কারেন সলোমন বলেন, এভাবে আত্মহত্যার হার  বেড়ে যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক বটে। তিনি দেশজুড়ে পুলিশ কর্মকর্তাদের যথাযথ কাউন্সিলিং এবং মানসিকভাবে সহযোগিতা করার মাধ্যমে এ হার কমিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও নিল পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা সাহায্য চাওয়ার ক্ষেত্রে ভয় পাবেন না দয়া করে।

সর্বশেষ খবর