রবিবার, ৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অস্ট্রেলিয়ায় দাবানল নিয়ন্ত্রণে সেনা

দীর্ঘদিন ধরে দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। কোনো অবস্থায়ই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশটির কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভয়াবহ দাবানলে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় ৫০ কোটি প্রাণী নিহতের খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। আগুন নিয়ন্ত্রণে এবার তিন হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে দেশটির সরকার; যা অস্ট্রেলিয়ার ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে। গতকাল এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, দুর্যোগ ভয়াবহ রূপ ধারণ করে সব গ্রাস করে নিচ্ছে। আগুন মোকাবিলায় দেশজুড়ে তিন হাজার সেনা মোতায়েন করা হবে। এ ছাড়া চারটি পানি ছিটানো বিমানের ব্যবহার আরও জোড়দার করা হয়েছে। এ জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সেনা মোতায়েনের ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে এই প্রথম ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার দাবানলের ভয়ঙ্কর সব ভিডিও। কয়েকটি ভিডিওতে দেখা গেছে, আগুনের লেলিহান থেকে বাঁচার চেষ্টা করছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চলের ক্যাঙ্গারুরা। নিউ সাউথ ওয়েলস রাজ্যের মধ্য-দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে অসংখ্য কোয়ালার পোড়া মৃত দেহ দেখা গেছে।

সর্বশেষ খবর