সোমবার, ৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নাগরিকত্ব আইন বাস্তবায়নের কাজ শুরু উত্তরপ্রদেশে

নাগরিকত্ব আইন বাস্তবায়নের কাজ শুরু উত্তরপ্রদেশে

মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

দেশজোড়া বিক্ষোভের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়িত করার কাজ শুরু করল উত্তরপ্রদেশ। দেশটির মধ্যেই যোগী আদিত্যনাথের রাজ্যই প্রথম এই আইনের আওতায় নাগরিকত্ব প্রদান করার বিষয়ে উদ্যোগী হলো। সিএএ-এর আওতায় পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে যোগী সরকার। এ জন্য একটি তালিকা তৈরিও করছে তারা। সিএএ নিয়ে দেশের অন্যান্য রাজ্যের মতোই বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়েছে উত্তরপ্রদেশ। এই বিক্ষোভ চরম আকার ধারণও করেছিল। এ জন্য কমপক্ষে ২৮ জন নিহত হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশি নির্যাতনেরও অভিযোগ উঠেছে যোগী প্রশাসনের বিরুদ্ধে। তবে বিক্ষোভ-প্রতিবাদ সত্ত্বেও সিএএ বাস্তবায়নে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন। গতকাল অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) অবনিশ অবস্থি জানিয়েছেন, উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ হাপুর, রামপুর, শাহজাহানপুর, নয়ডা এবং গাজিয়াবাদেই শরণার্থীদের ভিড় বেশি। ওই সব এলাকার শরণার্থীদেরও তালিকা তৈরি করা হবে। তাঁর মতে, একমাত্র ‘বৈধ’ শরণার্থীরাই যাতে এ দেশের নাগরিকত্ব পান, তা নিশ্চিত করাই রাজ্য সরকারের উদ্দেশ্য।

সর্বশেষ খবর