মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দিল্লির নেহরু ইউনিভার্সিটিতে মুখোশ পরে হামলা

কলকাতা প্রতিনিধি

ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) মুখোশ পরে লোহার রড, ভারী হাতুড়ি ও পাথর নিয়ে হামলা চালিয়েছে একদল যুবক। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পরবর্তী তিন ঘণ্টা ধরে চলা এই হামলায় বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ ও শিক্ষার্থী-শিক্ষকসহ অন্তত ৩৪ জন আহত হয়েছেন। এই হামলার জন্য বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদকে (এবিভিপি) দায়ী করেছেন জেএনইউর শিক্ষার্থীরা। তবে সংঘ পরিবারের ছাত্র সংগঠনটি এই অভিযোগ অস্বীকার করে উল্টো বলেছে, ঐশী ঘোষদের বাম ছাত্র সংগঠনগুলোই হোস্টেলে এবিভিপির ওপর হামলা চালিয়েছে। এদিকে দিল্লি পুলিশ বলছে, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তারা মুখোশ পরা কয়েকজন হামলাকারীকে শনাক্ত  করেছে। এ ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘আমি ভীষণ ব্যথিত। নিজের ক্যাম্পাসে যদি শিক্ষার্থীদের নিরাপত্তা না থাকে, তাহলে দেশ কীভাবে এগিয়ে যাবে?’

সর্বশেষ খবর