মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অর্থ ফেরত না দিলে ইরাক ছাড়ব না : ট্রাম্প

গত পরশু ইরাকের পার্লামেন্ট দেশটিতে মার্কিন বা কোনো বিদেশি সেনা থাকতে পারবে না বলে একটি প্রস্তাব পাস করেছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পাল্টা ঘোষণায় বলেছেন, ইরাকে ঘাঁটি তৈরির ব্যয় ফেরত না দিলে দেশটি থেকে মার্কিন সেনারা যাবে না। শুধু তাই নয়, মার্কিন সেনাদের যদি ইরাক ছাড়তে হয় তাহলে দেশটির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছেন তিনি। রবিবার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ব্যয়বহুল বিমান ঘাঁটি রয়েছে। শত শত কোটি ডলার এই ঘাঁটি তৈরিতে ব্যয় হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সেই অর্থ ফেরত না দিলে আমরা যাব না।’ তিনি বলেন, ‘মার্কিন সেনাদের ইরাক যদি  ফেরত যেতে বলে এবং তা যদি বন্ধুত্বপূর্ণভাবে না হয়, তাহলে, এমন নিষেধাজ্ঞা দেব, যা আগে তারা  দেখেনি।’ এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের আনুষ্ঠানিক অভিযোগ জাতিসংঘে তোলার সিদ্ধান্ত নিয়েছে ইরাকি পার্লামেন্ট। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে অবশ্য বলা হচ্ছে, ইরাক থেকে মার্কিন বাহিনীকে সরাতে নতুন আইনের প্রয়োজন হবে। যে প্রস্তাব পাস করা হয়েছে, তার মাধ্যমে তা সম্ভব হবে না। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের চুক্তি রয়েছে। ২০০৩ সালের মিথ্যা অজুহাতে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা দেশটিতে মোতায়েন রয়েছে।

সোলাইমানি হত্যাকান্ডের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ভৌগোলিক অবস্থানগত কারণে কঠিন পরিস্থিতিতে আছে ইরাক। দেশটির জনগণের একাংশ ইরানের প্রতি সহানুভূতিশীল। সোলাইমানি হত্যাকান্ডের পর সেই সহানুভূতি আরও বেড়েছে।

সর্বশেষ খবর