বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আহতদের নামেই দিল্লি পুলিশের মামলা

জেএনইউ হামলা

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের নেত্রীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই রবিবার সন্ধ্যায় ক্যাম্পাসে মুখোশ পরিহিত একদল দুষ্কৃতকারীর হামলার শিকার হয়েছেন। কিন্তু রবিবারের ওই হামলার জন্য পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। ওই দিন হামলাকারীরা বিভিন্ন হোস্টেলে ঢুকে লাঠি, রড, হকিস্টিক আর হাতুড়ি দিয়ে শিক্ষার্থীদের মারধর, হামলা ও ভাঙচুর চালায়। তাতে আহত হন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ প্রায় ৪০ শিক্ষার্থী। ওই হামলা নিয়ে গোটা দেশে সমালোচনা, উত্তেজনা ও বিক্ষোভ চলছে। হামলার জন্য দায়ী করা হচ্ছে ক্ষমতাসীন দল বিজেপির জোট শরিক কট্টর হিন্দুত্ববাদী দল আরএসএস-এর ছাত্র শাখা এবিভিপিকে। কিন্তু অভিযুক্তদের কাউকে গ্রেফতার না করে উল্টো ওইদিনের হামলায় আহতদের নামে তার আগের দিন শনিবার ক্যাম্পাসের একটি সার্ভার রুম ভাঙচুরের অভিযোগ (এফআইআর) দাখিল করেছে দিল্লি পুলিশ। রবিবার সন্ধ্যায় অন্তত ৫০ জন মুখোশধারীর লোহার রড, লাঠি ও হাতুড়ি দিয়ে হামলা, ভাঙচুর ও মারধর করলে মারাত্মকভাবে আহত হন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ আরও ৩১ শিক্ষার্থী।

 আহতদের মধ্যে কয়েকজন শিক্ষকও আছেন।

এফআইআর-এ বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদ করার সময় সার্ভার রুমে ভাঙচুর করে বামপন্থি সংগঠনের শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীকেও মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ বলছে, গত ৩ ও ৪ জানুয়ারি এই এফআইআর দায়ের হয়। পরে তাতে ঐশী ঘোষসহ আরও ৮ জনের নাম যুক্ত করা হয়েছে। জেএনইউ-এর সাবেক শিক্ষার্থী ও বামপন্থি নেত্রী কবিতা কৃষ্ণাণ ঐশী ঘোষের বিরুদ্ধে এই মামলাকে জঘন্য বলে অভিহিত করেছেন। উপাচার্যের বরখাস্তের দাবি করা জেএনইউ শিক্ষক সমিতিও আহত শিক্ষার্থীদের নামে দিল্লি পুলিশের দাখিল করা এই এফআইআর-এর পেছনে যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে। কবিতা কৃষ্ণাণ আলজাজিরাকে বলেন, ‘ঐশী ঘোষ নিজেই হামলাকারীদের হত্যাচেষ্টার শিকার এবং আপনি হামলার শিকার একজনের বিরুদ্ধেই এফআইআর করছেন। দিল্লি পুলিশের উপস্থিতিতে আক্রমণকারীরা যখন ব্যাপক ভাঙচুর-মারধর করল, ক্যাম্পাস থেকে বেরও হয়ে গেল অথচ পুলিশ তো তাদের কাউকে  গ্রেফতার করেনি।’ জেএইউ শিক্ষক সমিতির সম্পাদক সুরজিত মজুমদার আলজাজিরাকে বলেন, ‘এটি খুব স্পষ্ট যে এর মাধ্যমে তারা (দিল্লি পুলিশ) শিক্ষার্থীদের ওপর সহিংসতার সময় কী ঘটেছিল সে সম্পর্কে তাদের দায়বদ্ধতা এড়াতে চাচ্ছে। আমি বুঝতে পারছি না তারা কীসের ভিত্তিতে আহত এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে এফআইআর দাখিল হলো।’

সর্বশেষ খবর