বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার আগুন নেভাবে কে?

ভয়াবহ দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। মাইলের পর মাইল বন পুড়ে শেষ। কয়েক মাসে এতে ধ্বংস হয়েছে ২০০০ বাড়িঘর। শুধু তাই নয়, এই কয় মাসে মারা গেছে কমপক্ষে ৫০ লাখ পশু-পাখি। যা কয়েক দশকেও পূরণ হওয়ার নয়। গত সপ্তাহে অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। এর পর কিছুটা বৃষ্টি হওয়ায় অগ্নিনির্বাপণকারীরা পরিস্থিতির উন্নতি ঘটাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে, বনের পাশে থরে থরে পড়ে আছে আগুনে পুড়ে মারা যাওয়া পশুদের মৃতদেহ। অনেক স্থানে বন থেকে বেরিয়ে নিরীহ প্রাণীরা বাঁচার জন্য মানুষের পা অঁাঁকড়ে ধরছে। বলা হচ্ছে, গত বছরের শেষের দিকে অ্যামাজন জঙ্গলে যে অগ্নিকান্ড হয়েছিল, তার চেয়েও ভয়াবহ এ দাবানল। আগামী শুক্রবার সেখানে আবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে আবার আতঙ্ক দেখা দিয়েছে। দুটি দাবানল নতুন করে এক ‘মহা’ অগ্নিকুন্ডে রূপ নিতে পারে। দেশটির মানুষ বলছে, তারা মহাদুর্যোগে পড়েছে। কিন্তু এখন প্রকৃতির নিপুণ হাতে সাজানো এ অস্ট্রেলিয়া বিবর্ণ আকার ধারণ করেছে। আগুনে পুড়ছে। কিন্তু সেই আগুন নেভাবে কে? বিবিসি

সর্বশেষ খবর