বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্রেক্সিটের চূড়ান্ত প্রস্তুতিতে ব্রিটেন

ব্রেক্সিটের চূড়ান্ত প্রস্তুতিতে ব্রিটেন

৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর করতে তৎপর বরিস জনসনের সরকার। পার্লামেন্টে চুক্তি অনুমোদনের পাশাপাশি ইইউর সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসছে ব্রিটেন। ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পরে আলোচনা হবে। ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর করার পথে প্রধানমন্ত্রী বরিস জনসনের সামনে আর কোনো বাধা নেই। মঙ্গলবার থেকে পার্লামেন্টের নিম্নকক্ষে ইইউর সঙ্গে বিচ্ছেদ চুক্তি নিয়ে তিন দিনের বিতর্ক শুরু হয়েছে। তারপর সেই লক্ষ্যে আইন প্রণয়ন করা হবে। ক্ষমতাসীন টোরি দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে কোনো বাধার আশঙ্কা নেই। ইউরোপীয় ইউনিয়নকেও ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করতে হবে। এমন প্রেক্ষাপটে লন্ডনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েনের সঙ্গে বৈঠকে তিনি খুঁটিনাটি বিষয়গুলোর নিষ্পত্তি করতে চান। ইইউর প্রধান মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়েও সেই আলোচনায় উপস্থিত থাকবেন। ডিসেম্বর মাসে নির্বাচনে জয়ের পর জনসন এই প্রথম ইইউ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন। ব্রেক্সিট কার্যকর হওয়ার পর দুই পক্ষের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টিও স্থির করতে হবে। চলতি বছর শেষ হওয়ার আগেই সেই কঠিন কাজ শেষ করার জন্য চাপ রয়েছে। জনসনও এই সময়সীমার মধ্যে বিষয়টির নিষ্পত্তি করতে চান। কোনো কারণে ব্রিটেন ও ইইউ সমঝোতায় আসতে না পারলে চুক্তিহীন ব্রেক্সিটের দুঃস্বপ্ন আবার বাস্তব হয়ে উঠবে। তবে এখনই এ বিষয়ে কোনো আলোচনা হবে না বলে ইইউ কমিশন জানিয়ে দিয়েছে। ৩১ জানুয়ারি ব্রিটেন ইইউ ত্যাগ করার পরই সেই সংলাপ শুরু হবে।

সর্বশেষ খবর