বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিক্ষোভে মোদির আসাম সফর বাতিল

বিক্ষোভে মোদির আসাম সফর বাতিল

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে প্রবল বিক্ষোভ চলছে ভারতে। এর মধ্যে চরম আকার ধারণ করেছে আসামে। সে রাজ্যে সফরের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু এই বিক্ষোভের কারণেই শেষ পর্যন্ত মোদি আসাম সফর বাতিল করলেন। আগামীকাল গুয়াহাটিতে গিয়ে তার ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’-এর উদ্বোধন করার কথা ছিল। সিএএ’র বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ তো চলছেই, তার ওপর আসু আগাম হুমকি দিয়ে রেখেছিল, প্রধানমন্ত্রী আসাম এলে ব্যাপক বিক্ষোভ দেখানো হবে। দেখানো হবে কালো পতাকা। এরপর অশান্ত আসাম এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী মোদি। সরকারিভাবে সফর বাতিল করার কথা জানানো না হলেও ‘খেলো ইন্ডিয়া গেমসে’-এর সিইও অবিনাশ জোশী জানিয়েছেন, তাদের আমন্ত্রণের কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। তার সঙ্গে কথা বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, ‘অবিনাশ বলেছেন, আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি। বরং ঘরোয়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি আসবেন না।’

 

সর্বশেষ খবর