বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বল যুক্তরাষ্ট্রের কোর্টে ঠেলে দিয়েছে ইরান

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান তার অভিযান সমাপ্ত করেছে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। বিবিসির মধ্যপ্রাচ্যবিষয়ক সম্পাদক জেরেমি বোয়েন মনে করছেন, এর মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্রের কোর্টে বল ঠেলে দিয়েছে। তিনি লিখেছেন, এটা হলো টুইটার কূটনীতি। এই টুইটটি এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের পক্ষ থেকে। এর মধ্য দিয়ে জারিফ পুরো বিষয়ের নিচে একটি মোটা দাগ টানার চেষ্টা করেছেন। জারিফ বলেছেন, তাদের অভিযান সমাপ্ত হয়েছে। এটা আন্তর্জাতিক বৈধতার অধীনে। তবে এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের (সোলাইমানিকে) হত্যাকান্ড একটি সন্ত্রাস ও যুদ্ধ। জেরেমি বলেন, আমার মনে হচ্ছে, ইরানিরা যা করতে চাইছেন তা হলো, তারা বল যুক্তরাষ্ট্রের কোর্টে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। কারণ, তারা উভয় পক্ষের সামরিক শক্তির বৈষম্য সম্পর্কে খুব  বেশি সচেতন।

সর্বশেষ খবর