শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সরকার কাশ্মীরে ১৪৪ ধারার অপব্যবহার করছে : ভারতের সুপ্রিম কোর্ট

সরকার কাশ্মীরে ১৪৪ ধারার অপব্যবহার করছে : ভারতের সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরসহ দেশের বিভিন্ন স্থানে হামেশাই যে ১৪৪ ধারার প্রয়োগ করছে তা প্রকৃতই ‘ক্ষমতার অপব্যবহারের’ সমান। বর্তমানে চলা বিক্ষোভ দমনে মোদি সরকারের ১৪৪ ধারার প্রয়োগ নিয়ে উষ্মা প্রকাশ করে এমন কথা বলেছেন ভারতের সুপ্রিম কোর্ট। কাশ্মীরে নিষেধাজ্ঞা জারি নিয়ে করা একটি মামলায় গতকাল এই কথা বলেছেন সুপ্রিম কোর্ট। যে কোনো গণতান্ত্রিক অধিকারের বৈধ অভিব্যক্তি বা অভিযোগের বিরোধিতা মানুষের প্রতিক্রিয়া জানানোর অধিকারের লঙ্ঘন ঠেকাতে জারি নিষেধাজ্ঞার বিষয়টি পর্যালোচনা করতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছে শীর্ষ এই আদালত।

মামলাটি করেন কাশ্মীর টাইমসের সম্পাদক অনুরাধা ভাসিন এবং কংগ্রেস সংসদ সদস্য গুলাম নবী আজাদ। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে বলেন, ‘তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট এবং এটি মতপ্রকাশের স্বাধীনতারই একটি অংশ। সুতরাং এ বিষয়ে দ্রুত পর্যালোচনা করতে হবে।’ এক সপ্তাহের মধ্যে কাশ্মীরের সব বিধিনিষেধ পুনর্বিবেচনা করার কথা বলছে সুপ্রিম কোর্ট। গতকাল মামলার রায়ে বলা হয়, ‘লাগাতার ১৪৪ ধারা জারি করে রাখা প্রকৃতই ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছু নয়। কোনো গণতান্ত্রিক অধিকারের বৈধ মতামত বা অভিযোগ রোধের হাতিয়ার হিসেবে ১৪৪ ধারাকে ব্যবহার করা যাবে না।’ সুপ্রিম কোর্টের ওই রায়ে আরও বলা হয়, ‘সংবিধান সব সময় মানুষের বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশকে স্বাগত জানিয়েছে। কিন্তু সহিংসতা বা জননিরাপত্তার ক্ষেত্রে আশঙ্কা এড়াতে কোনোভাবেই দিনের পর দিন ১৪৪ ধারা জারি রাখাকে মেনে নেওয়া যায় না।’ আদালত এটা চলতে পারে না বলেও জানানো হয়।

সর্বশেষ খবর