শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইরানের পরমাণু অস্ত্র বানাতে ১-২ বছর লাগতে পারে

ইরানের পরমাণু অস্ত্র বানাতে ১-২ বছর লাগতে পারে

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী জঁ-যুব লে দ্রিয়ান বলেছেন, ইরান যে হারে পরমাণু চুক্তির শর্ত থেকে সরছে, তাতে ১-২ বছরের মধ্যে দেশটি পারমাণবিক অস্ত্রধারী দেশে পরিণত হতে পারে। ‘যদি তারা ভিয়েনায় হওয়া চুক্তির শর্ত ধারাবাহিকভাবে লঙ্ঘন করতে থাকে, তাহলে অবশ্যই, অতি অল্প সময়ের মধ্যে, হয়তো ১-২ বছরের মধ্যেই তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারে,’ আরটিএল  রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ফরাসী মন্ত্রী। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে গতকাল ইইউ পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মুখোমুখি লড়াই এড়াতে উপায় বের করতেই তারা বৈঠকে বসছেন।

সর্বশেষ খবর