শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অ ন্য খ ব র

সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট যে ৯ দেশের

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট জাপানের, এরপরই  সিঙ্গাপুর। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্টের একটি র‌্যাংকিং প্রকাশ হয়েছে। তাতে জার্মানি, ফিনল্যান্ডের মতো দেশগুলোকে পেছনে ফেলে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে এশিয়ার এই দুটি দেশ। ভ্রমণবিষয়ক বৈশ্বিক র‌্যাংকিং হেনলি পাসপোর্ট সূচকের ওই তালিকাটি সম্প্রতি  প্রকাশ করেছে। অগ্রিম বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়া যে পাসপোর্ট নিয়ে সবচেয়ে বেশি দেশে ঢোকা যায়, সে পাসপোর্ট নিয়েই এই র‌্যাংকিং করা হয়েছে।  যে নয়টি পাসপোর্ট নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি দেশে কোনো অগ্রিম ভিসা বা অন-অ্যারাইভাল ভিসা ছাড়া প্রবেশ করা যাবে, সেগুলো হলোÑ ১. জাপান (১৯১টি দেশ), ২. সিঙ্গাপুর (১৯১টি দেশ), ৩. দক্ষিণ কোরিয়া (১৮৯টি দেশ), ৪. জার্মানি (১৮৯টি দেশ), ৫. ইতালি (১৮৮টি দেশ), ৬. ফিনল্যান্ড (১৮৮টি দেশ), ৭. স্পেন (১৮৭টি দেশ), ৮. লুক্সেমবার্গ (১৮৭টি দেশ), ৯.  ডেনমার্ক (১৮৭টি দেশ)।

সর্বশেষ খবর