সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বৈঠক ডাকলেন রানী

ব্রিটিশ রাজপরিবারে নজিরবিহীন টানাপড়েন

নজিরবিহীন টানাপড়েনে পড়েছে ব্রিটিশ রাজপরিবার। গত সপ্তাহে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের ভূমিকা পালন সীমিত করার ঘোষণা দেন। তাদের এই ঘোষণার পর থেকে ব্রিটিশ্ রাজপরিবারে সংকট তৈরি হয়েছে। এই টানাপড়েনের অবসানে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। আজ এই বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজপরিবারের একটি সূত্র বলছে, রানী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি আজ ইংল্যান্ডের পূর্বাঞ্চলের নরফোকে সান্দ্রিংহাম ইস্টেটে বৈঠকে মিলিত হবেন। কানাডা সফরে থাকা ডাচেস অব সাসেক্স মেঘান এই বৈঠকে ডাক পেতে পারেন বলে আশা করা হচ্ছে। রাজপরিবারের ভূমিকা কিংবা কর্মজীবনে যে কোনো ধরনের পরিবর্তনের জন্য জটিল এবং চিন্তা-ভাবনাপূর্ণ আলোচনা প্রয়োজন। এক্ষেত্রে ব্রিটিশ রানীর সিদ্ধান্তও অনেক গুরুত্বপূর্ণ। বৈঠকে যে কোনো ধরনের চুক্তি কিংবা বোঝাপড়ায় পৌঁছানো হলে তার বাস্তবায়নে সময় লাগতে পারে। আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং নিজেদের সময় উত্তর আমেরিকা এবং যুক্তরাজ্যের মধ্যে ভাগ করার লক্ষ্যে রাজপরিবারের ভূমিকা সীমিত করতে চান হ্যারি এবং মেগান।  সিএনএন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর