বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
রাশিয়া-তুরস্কের চেষ্টা ব্যর্থ

চুক্তি সই না করেই লিবিয়া ফিরে গেছেন হাফতার

লিবিয়ার চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতি প্রচেষ্টা আপাতত ব্যর্থ হয়েছে। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় লিবিয়ার বিবদমান দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির খসড়া তৈরি হলেও তাতে সই না করে লিবিয়া ফিরে গেছেন জেনারেল খলিফা হাফতার। বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় লিবিয়ার আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত প্রধানমন্ত্রী ফাইয়াজ আল-সেরাজ এবং খলিফা হাফতারের মধ্যে প্রায় আট ঘণ্টা সরাসরি আলোচনা হয়। গতকাল সকালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ আলোচনা এবং চুক্তির খসড়া তৈরি হলেও তাতে সই না করে লিবিয়ায় চলে গেছেন জেনারেল হাফতার।

সর্বশেষ খবর