বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র থেকে ২১ সৌদি সেনা সদস্য বহিষ্কার

সৌদির ২১ জন সামরিক ক্যাডেটকে দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ওই সদস্যরা সেখানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। গত ডিসেম্বরে ফ্লোরিডায় দেশটির সামরিক বাহিনীর ঘাঁটিতে সৌদির বিমান বাহিনীর এক কর্মকর্তার গুলিতে তিনজন নিহত হন। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে এই ২১ জনের বিরুদ্ধেও অপরাধের প্রমাণ পাওয়া গেছে। সে কারণেই ওই সামরিক সদস্যদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মার্কিন অ্যাটর্নি জেনারেল বার তিন মার্কিনি হত্যাকান্ডের ঘটনাকে সন্ত্রাসী কর্মকা- বলে উল্লেখ করেন।

৬ ডিসেম্বর ফ্লোরিডার পেনসাকোলা নৌ-বিমানঘাঁটিতে সৌদি বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মেদ সায়ীদ আলশামরানি (২১) গুলি করে তিন মার্কিন নাবিককে হত্যা ও আরও আটজনকে আহত করেন। হামলার এক পর্যায়ে একজন মার্কিন ডেপুটি শেরিফের পাল্টা গুলিতে আলশামরানি নিহত হন। এফবিআই জানিয়েছে, ঘটনাটি আলশামরানি একাই ঘটিয়েছেন বলে বিশ্বাস মার্কিন তদন্তকারীদের। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রে সৌদি সামরিক সদস্যদের প্রশিক্ষণ স্থগিত রাখা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৮৫০ জনেরও বেশি সৌদি সামরিক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছে।

সর্বশেষ খবর