বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
ইরানে বিমান বিধ্বস্ত

ট্রাম্পকে দায়ী করলেন ট্রুডো

দিন কয়েক আগে ইরানে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে নিহত হয়েছেন ১৭৬ জন। তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিমানটিকে। এত দিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনার জন্য ইরানের বিচার চাইলেও এখন ট্রুডো বলছেন, ট্রাম্পের উসকে দেওয়া উত্তেজনায়ই ইরান ওই ঘটনা ঘটিয়েছে। তিনি এ জন্য ট্রাম্পকেই দায়ী করছেন। সোমবার গ্লোবাল টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রুডো।  তিনি আরও বলেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র যদি কিছুটা উত্তেজনা উসকে না দিত তবে ইরানের ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত বিমানের যাত্রীরা আজ বেঁচে থাকতেন।

সর্বশেষ খবর