বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অ ন্য খ ব র

পৃথিবীতে সবচেয়ে প্রাচীন বস্তু আবিষ্কার

পৃথিবীতে থাকা সবচেয়ে প্রাচীনতম উপাদান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। উল্কা নিয়ে গবেষণাকারী একটি দল সেই উপাদান আবিষ্কার করেছেন। জানা গেছে, মহাকাশ থেকে খসে পড়া উল্কার মধ্যে গবেষকরা সেটি খুঁজে পেয়েছেন। ওই উল্কা ১৯৬০ সালে মাটিতে পড়ে। বিজ্ঞানীরা বলছেন, সাড়ে সাত বিলিয়ন (সাড়ে সাতশ কোটি) বছর পুরনো সেই উল্কা। বিজ্ঞানীরা বলছেন, সৌর জগতে বিদ্যমান উপাদানের মধ্যে সেটি সবচেয়ে প্রাচীন। ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সে এ ব্যাপারে গবেষকদের একটি প্রবন্ধ ছাপা হয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক দলের প্রধান ফিলিপ হ্যাক বলেন, আমরা সবচেয়ে প্রাচীন এ উল্কা চিহ্নিত করেছি। যা সাড়ে সাত বিলিয়ন বছরের পুরনো।

সর্বশেষ খবর