বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘বাণিজ্যযুদ্ধে’ ভারত-মালয়েশিয়া

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

কাশ্মীর ও নাগরিকত্ব সংশোধন আইনকে (সিএএ) কেন্দ্র করে মালয়েশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক তিক্ত হয়ে উঠছে। এরই মধ্যে মালয়েশিয়া থেকে পরিশোধিত পামওয়েল আমদানি স্থগিত করেছে ভারত। এখন নতুন করে আরও কড়া পদক্ষেপ নিতে চাইছে ভারত সরকার। ভারতে প্রযুক্তির অন্যতম খাত মাইক্রোপ্রসেসরের অন্যতম প্রধান জোগানদাতা মালয়েশিয়া। ভারত মালয়েশিয়া থেকে মাইক্রোপ্রসেসরের ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে; যা দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। এদিকে বাণিজ্যে এ টানাপড়েনের পরও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির গত পরশু মন্তব্য করেছেন কাশ্মীর ও সিএএ নিয়ে তিনি তাঁর অবস্থান থেকে সরবেন না। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যে যে বিবাদ শুরু হয়েছে তা সহসা সমাধান হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। এর কারণ, দক্ষিণ-পূর্বের দেশ মালয়েশিয়া কাশ্মীর ও সিএএ নিয়ে ভারতে জল ঘোলা করছে বলে মনে করা হয়। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, ভারত যেটাকে অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে, সে বিষয়ে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ভারত আরও বলছে, তারা মাইক্রোপ্রসেসরের পাশাপাশি টেলিকমবিষয়ক সরঞ্জামের বিষয়ে একটি কোয়ালিটি কন্ট্রোল অর্ডার বা মান নিয়ন্ত্রণ নির্দেশনা দেওয়ার বিষয়ে কাজ করছে। মালয়েশিয়া থেকে ভারতে প্রবেশ কড়াকড়ি করতে মান নিয়ন্ত্রণ নির্দেশনা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে কাস্টমস কর্তৃপক্ষকে। ভারতের এমন বাণিজ্যিক বিধিনিষেধের বিষয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছেন ড. মাহাথির মোহাম্মদ। পাশাপাশি তিনি এও বলেন, ভুল বিষয়ের বিরুদ্ধে তিনি অব্যাহতভাবে কথা বলে যাবেন। রাজধানী কুয়ালালামপুরে তিনি সাংবাদিকদের বলেন, অবশ্যই আমরা উদ্বিগ্ন। কারণ, আমরা ভারতের কাছে প্রচুর পামওয়েল বিক্রি করি। অন্যদিকে আমাদেরকে আরও খোলামেলা হওয়া উচিত এবং দেখা উচিত কোনো অন্যায় হচ্ছে কিনা। এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে।  মালয়েশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ১ হাজার ৭০০ কোটি ডলারের ওপরে। ভারত রপ্তানি করে ৬৪০ কোটি ডলারের পণ্য। আর আমদানি করে ১ হাজার ৮০ কোটি ডলারের পণ্য।

সর্বশেষ খবর