শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিশ্বভারতীতেও রাতের অন্ধকারে হামলা গ্রেফতার ২

ভারতের রাজধানী শহর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) মতো রাতের অন্ধকারে হামলা হয়েছে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও। গত বুধবার রাতে বিশ্বভারতীর হোস্টেলে ঢুকে ছাত্রদের ব্যাপক মারপিট করা হয়। এ ঘটনায় অচিন্ত্য বাগদি ও সাবের আলী নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরেক অভিযুক্ত সুলভ কর্মকার এখনো পলাতক। আনন্দবাজার পত্রিকা জানায়, বৃহস্পতিবার দুই আসামিকে বোলপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা, গুরুতর আঘাতসহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে। ঘটনার বর্ণনায় বিশ্বভারতীর শিক্ষার্থীরা জানান, অচিন্ত্য ও সাবের বুধবার বিকালে আন্দোলনকারী অংশুক মুখোপাধ্যায়কে খুঁজতে বিদ্যাভবন বয়েজ হোস্টেলে গিয়েছিলেন। কিন্তু তাকে না পেয়ে রুমমেটকে শাসিয়ে চলে আসেন। রাত সাড়ে ১০টার দিকে অংশুকের খোঁজ নিতে হোস্টেলে যাচ্ছিলেন দেবব্রত নাথ, স্বপ্ননীল মুখোপাধ্যায়সহ তিন ছাত্র। যাওয়ার পথে তাদের পথ আটকান অচিন্ত্যরা। তারপর মারপিট করেন।

সর্বশেষ খবর