শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘নিউমোনিয়াসদৃশ’ ভাইরাসে চীনে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু

চীনের কর্মকর্তারা নতুন, নিউমোনিয়াসদৃশ একটি ভাইরাসে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তি পূর্বাঞ্চলীয় শহর উহানের; ডিসেম্বরে এই শহরেই ভাইরাসটির ছড়িয়ে পড়ার খবর মিলেছিল বলে বিবিসি জানিয়েছে। প্রাণঘাতী ওই ভাইরাসে জাপানেও এক ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। চীনের বাইরে এর আগে থাইল্যান্ডে এ নিউমোনিয়াসদৃশ ভাইরাসের অস্তিত্ব মিলেছিল। নতুন এ ভাইরাসটিতে চীনের উহানের একটি মাছবাজার সংশ্লিষ্ট কয়েক ডজন ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়।

চীনের ওই মাছবাজারটি চলতি বছরের ১ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয়। ভাইরাসটি করোনাভাইরাস পরিবারের, বলেছেন কর্মকর্তারা; সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে প্রাণঘাতী সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমও (সার্স) এ পরিবারের ভাইরাসে হয়ে থাকে। চীন থেকে উদ্ভূত সার্স ভাইরাসের প্রকোপে ২০০২-০৩ এর দিকে বিশ্বজুড়ে সাতশ’র বেশি মানুষ মারা যায়। সে সময় ২৬টি  দেশের প্রায় ৮ হাজার লোক প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

সর্বশেষ খবর