মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ড্রোন হামলায় ‘হত্যা’ স্বাভাবিকতায় পরিণত হয়েছে : গবেষণা

ইরানের জেনারেল কাসেম সোলাইমানির মতো ড্রোন হামলার মাধ্যমে চিহ্নিত করে হত্যার (টার্গেট কিলিং) ঘটনা স্বাভাবিকতায় পরিণত হচ্ছে। রাষ্ট্রীয় গোপনীয়তা, সরকারের প্রচারণা ও সংবাদমাধ্যমের সমালোচনাহীন কাভারেজের কারণে তা এ অবস্থা সৃষ্টি হচ্ছে বলে এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রেসার গ্রুপ ড্রোন ওয়ার্স প্রকাশিত ‘ইন দ্য ফ্রেম’ গবেষণায় এই দাবি করা হয়েছে। এতে উপসংহারে বলা হয়েছে, আইএস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চিহ্নিত করে হত্যার একটি সহজ আখ্যান তৈরি করেছে। ড্রোন ওয়ার্সের পরিচালক ক্রিস কোল বলেন, ড্রোন হামলায় হত্যা স্বাভাবিকতায় পরিণত হওয়ার কারণে  ইরানের জেনারেল কাসেম সোলাইমানির হত্যার ন্যায্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।

সর্বশেষ খবর