মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বৃষ্টির পরও দাবানলের হুমকি

অস্ট্রেলিয়ায় এখন আতঙ্কের নাম দাবানল। গত মাস পাঁচেক ধরে বন্য আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে মাইলের পর মাইল বন, লোকালয়। এরপর কদিন ধরে শুরু হয়েছে বৃষ্টিপাত। তারপরেও দাবানলের হাত থেকে মুক্তি পাচ্ছে এমন বিষয়ে এখনো নিশ্চিন্ত হতে পারছে না কর্তৃপক্ষ। তারা জানিয়েছে এখনই এই ধ্বংসাত্মক দাবানল নিভে যাওয়ার সম্ভাবনা নেই। গত সেপ্টেম্বরে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৮ জন মানুষ। বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ কোটি প্রাণীরও মৃত্যু হয়েছে। তবে গত ১৬ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় ভারি বৃষ্টিপাত শুরু হওয়ায় দাবানলের তীব্রতা কমতে থাকে। তারপরও ভয় কাটছে না।

সর্বশেষ খবর