বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্বল প্রার্থী কংগ্রেস-বিজেপির

কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্বল প্রার্থী কংগ্রেস-বিজেপির

আর সপ্তাহ দুয়েক পরেই দিল্লির বিধানসভা নির্বাচন। কিন্তু অনেক চেষ্টা করেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে খুব পরিচিত কোনো প্রার্থী দিতে পারল না বিজেপি বা কংগ্রেস। দুই দলই অনেক নেতার সঙ্গে কথাও বলেছিল তারা। কিন্তু কেউ রাজি হননি। শেষে নিরুপায় হয়ে অল্প পরিচিত যুব নেতাদেরই দাঁড় করাতে হয়েছে। গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন সকালে বিজেপি জানায়, নয়াদিল্লি কেন্দ্রে কেজরিওয়ালের বিরুদ্ধে তাদের প্রার্থী হলেন সুনীল যাদব। তিনি হলেন দিল্লি বিজেপি যুব মোর্চার সভাপতি। দিল্লির রাজনীতিতে বিজেপি বা কংগ্রেসের যুব মোর্চার ভূমিকা নেই বললেই চলে। তার সভাপতিকেও খুব বেশি লোক চেনেন না। প্রবীণ সাংবাদিক ও বিজেপি বিশেষজ্ঞ শরদ গুপ্তা ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য বিজেপি কয়েকজনের সঙ্গে কথা বলেছিল। কিন্তু কেউ রাজি হননি। কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করে সোমবার রাত সাড়ে ১১টার পর। প্রার্থীর নাম রমেশ সাবরওয়াল। কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআইর সভাপতি ছিলেন। সংগ্রেসের একটি সূত্র জানায়, শীলা দীক্ষিতের মেয়ে লতিকা দীক্ষিত ও বোন রমা ধাওয়ানকে প্রার্থী করার জন্য কংগ্রেস আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু তারা রাজি হননি। বিশ্লেষকরা বলেছেন, ‘কংগ্রেসে বড় নেতারা কেউ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়তে রাজি হননি।

সর্বশেষ খবর