শিরোনাম
বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফের বাধায় ব্রেক্সিট

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ সংশোধনী চেয়ে ব্রেক্সিট বিল নিম্নকক্ষে ফেরত পাঠানোয় ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর করার লক্ষ্যমাত্রা অনিশ্চিত হয়ে পড়ল। ইইউ নাগরিকদের অধিকার না মানলে সরকার সমস্যায় পড়তে পারে। গত ডিসেম্বর মাসে আগাম নির্বাচনে বিপুল জয়ের পর সবকিছু বেশ মসৃণভাবেই এগোচ্ছিল। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টের উচ্চকক্ষে ব্রেক্সিট আইন অনুমোদন করাতে গিয়ে ধাক্কা খেলেন। সোমবার হাউস অব লর্ডস ইউরোপীয় ইউনিয়নের বিচ্ছেদ চুক্তির প্রতি সমর্থন জানায়নি। অনুমোদন না করার ক্ষমতা না থাকলেও আইনে সংশোধনী চেয়ে নিম্নকক্ষে ফেরত পাঠানোর ক্ষমতা প্রয়োগ করেছেন পার্লামেন্ট সদস্যরা। চলতি মাসের শুরুতেই ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ব্রেক্সিট আইন অনুমোদন করেছে। ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর করতে জনসন তার আগেই সব আইনি প্রস্তুতি শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও হাউস অব লর্ডসে বাধার আশঙ্কা করেননি জনসন। উচ্চকক্ষের এ কড়া মনোভাবের ফলে জনসন সরকারের পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়ল।  চলতি সপ্তাহে উচ্চকক্ষে ফেরত পাঠালে নতুন করে আপত্তি দেখা দিতে পারে। সে ক্ষেত্রে আরও বিলম্বের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর করার লক্ষ্যমাত্রাও প্রশ্নের মুখে পড়ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর