সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ডাক পিয়ন বটে!

কলকাতা প্রতিনিধি

এক ডাকপিয়ন ২৪ হাজার চিঠি বিলি না করেই ঘরে ফেলে রেখেছিলেন। বিষয়টি ফাঁস হওয়ার পর তদন্ত হয়েছে এবং এ অপরাধের জন্য ডাক পিয়নের তিন বছরের জেলসহ জরিমানা হতে পারে। ঘটনাটি জাপানের। গতকাল দেশটির পুলিশ এসব তথ্য প্রকাশ করেছে। কর্তৃপক্ষ বলছে, টোকিওর কানাগাওয়াতে ওই ব্যক্তির বাড়ি থেকে ২৪ হাজার চিঠি উদ্ধার করা হয়েছে। ৬১ বছর বয়সী ওই ডাকপিয়নের নাম পুলিশ প্রকাশ করেনি। তিনি চিঠি বিলি না করার ব্যাখ্যা দিয়ে পুলিশকে বলেছেন, চিঠি বিলি করা বেশ ঝামেলার কাজ। এটা করতে তার ভালো লাগেনি। তাই তিনি এগুলো প্রাপকের কাছে পৌঁছে দেননি।

এই ব্যক্তি ইউকোহামা ডাক অফিসে কাজ করতেন। সেখানকার কর্তৃপক্ষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।

পুলিশ জানতে পারে, ২০০৩ সাল থেকে ওই ব্যক্তি কিছু কিছু চিঠি বিলি না করে বাড়িতে ফেলে রাখতে শুরু করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর