বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
১ হাজার শয্যার হাসপাতাল

দুই দিনেই হাসপাতাল তৈরি করল চীন

দুই দিনেই হাসপাতাল তৈরি করল চীন

চীনে বেড়েই চলেছে মরণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে প্রাণ গেছে অন্তত ১৩২ জনের। আক্রান্ত হয়েছে প্রায় ছয় হাজার মানুষ। এদিকে, করোনাভাইসের প্রকোপ বাড়তে থাকায় আগেই হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিল চীন। সে অনুযায়ী রাতারাতি হাসপাতাল তৈরির কাজও শেষ করে ফেলেছে তারা। একটি খালি ভবনে দুই দিন টানা কাজ করে এক হাজার শয্যাবিশিষ্ট একটি মেডিকেল সেন্টারে রূপান্তর করা হয়েছে। উহান শহরের কাছেই অবস্থিত ওই হাসপাতালটি চালু করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ডেবি মাউন্টেন রিজিওনাল মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হবে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। হাসপাতালটিতে মঙ্গলবার চীনের স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে প্রথম রোগী ভর্তি করা হয়েছে। জানা গেছে, টানা কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় ৫০০ শ্রমিক দুই দিনে এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করেছেন। কর্তৃপক্ষ জানায়, সোমবারই তারা হাসপাতালটিতে পানি, বিদ্যুৎ, ইন্টারনেট এবং বিছানার ব্যবস্থা করে।

স্থানীয় কর্তৃপক্ষ এ কাজে সহযোগিতা করায় লোকজনকে ধন্যবাদ জানিয়েছে। নির্মাণ সংস্থা, ইউটিলিটি কোম্পানি এবং আধাসামরিক পুলিশ কর্মকর্তারা যৌথভাবে এ কাজে সহায়তা করায় তাদের ধন্যবাদ জানিয়েছে তারা। ডেইলি মেইল

সর্বশেষ খবর