শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভিন্নমতের অধিকারেই দেশপ্রেমের শ্রেষ্ঠত্ব

-পূজা ভাট

ভিন্নমতের অধিকারেই দেশপ্রেমের শ্রেষ্ঠত্ব

ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইনের কঠোর সমালোচনা করেছেন দেশটির খ্যাতনামা অভিনেত্রী পূজা ভাট। তিনি বলেছেন, কোনোভাবেই এ আইন সমর্থন করা যায় না। এ বিভাজন মেনে নেওয়া যায় না। সময় এসেছে, সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার। ভিন্নমতের অধিকারেই দেশপ্রেমের শ্রেষ্ঠত্ব। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ভাষণে তিনি এমন মন্তব্য করেন। এ বলিউড তারকা বলেন, নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝিয়ে দিচ্ছে বর্তমান শাসক দল আসলে আমাদের এ বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, চুপ করে থাকা কোনো সমাধান নয়। তিনি বলেন, আমি সিএএ-এনআরসি সমর্থন করি না। কারণ এটি আমার ঘর ভাঙছে।

সর্বশেষ খবর