শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চল্লিশ বছর পর আসামে ফিরছেন পরেশ বড়ুয়া

চল্লিশ বছর পর আসামে ফিরছেন পরেশ বড়ুয়া

প্রায় চার দশক পর আসামে ফিরছেন ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম’ বা উলফাপ্রধান পরেশ বড়ুয়া। এমনটাই দাবি করেছে ‘আউটলুক’ পত্রিকা। ভারতে সদ্য স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক ‘বড়ো চুক্তি’। পৃথক বড়োল্যান্ডের দাবি প্রত্যাহার করেছে উগ্রপন্থী সংগঠন ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বড়োল্যান্ড’ (এনডিএফবি)। এবার সে পথেই চলার উদ্যোগ নিয়েছে ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-স্বাধীন’ (উলফা-আই)। ‘আউটলুক’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসের মাঝামাঝি ‘রঙ্গালি বিহু’ উপলক্ষে উলফার সঙ্গে শান্তি চুক্তি হিসেবে আসামবাসীকে নয়া উপহার দিতে চলেছে মোদি সরকার।

সর্বশেষ খবর