বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বোমা হামলায় রেকর্ড ট্রাম্পের

গেল বছর আফগানিস্তানে সাত হাজার ৪২৩টি বোমা নিক্ষেপের রেকর্ড গড়েছে মার্কিন বাহিনী। গত ১০ বছরের মধ্যে দেশটিতে এবারই এত বেশি সংখ্যক বোমা ফেলেছে মার্কিন বাহিনী। সোমবার যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রাল কমান্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০১৮ সালে এ ধরনের বোমা হামলার সংখ্যা ছিল ৭ হাজার ৩৬২টি। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরিমাণ নাটকীয়ভাবে বেড়ে গেছে। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকতে ২০০৯ সালে সেখানে মার্কিন বোমা হামলার সংখ্যা ছিল মাত্র ৪১৪১টি। ২০১৬ সালে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এশিয়ার এ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মার্কিন সেনাদের বোমা হামলার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। আর এসব বোমা হামলায় দেশটিতে প্রচুর বেসামরিক লোক প্রাণ হারাচ্ছে।

সর্বশেষ খবর