বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চীনের পতাকায় করোনাভাইরাস

১৫ বছর আগে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিদ্রƒপাত্মক ছবি প্রকাশ করেছিল তারা। ডেনমার্কের সেই পত্রিকায় এবার ছাপা হয়েছে করোনাভাইরাসে ভরা চীনের পতাকা। ডেনমার্কের জাইলান্ডস-পস্টেন পত্রিকায় মহানবী মুহাম্মদ (সা.)-এর বিদ্রƒপাত্মক ছবি ছাপা হয়েছিল ২০০৫ সালে। প্রতিবাদের ঝড় উঠেছিল তখন বিশ্বের নানা দেশে। সোমবার সেই পত্রিকাতেই ছাপা হয়েছে করোনাভাইরাস নিয়ে একটি ছবি। এবারের ছবি নিয়েও শুরু হয়েছে তুমুল বিতর্ক। ছবিটির কারণে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে চীন। ডেনমার্কে চীনের রাষ্ট্রদূত বলেছেন, চীনের পতাকায় যে পাঁচটি তারা রয়েছে সেগুলোতে করোনাভাইরাস এঁকে দিয়ে সৌজন্যবোধ এবং মত প্রকাশের স্বাধীনতার সীমা লঙ্ঘন করা হয়েছে। এ কারণে শিল্পী  নিলস বো বোয়েসেন এবং জায়লান্ডস-পস্টেন পত্রিকাকে ক্ষমা চাইতেও বলেছেন তিনি।

সর্বশেষ খবর