শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভারতে এবার জাতিগত সমীক্ষা

সরকারের নানা উদ্যোগের কারণে উত্তপ্ত এখন ভারতের রাজনীতি। এর মধ্যে দেশটির সরকার ঘোষণা দিয়েছে তারা শিগগিরই জাতি ও সম্প্রদায়ভিত্তিক জনগণনা করবে। আগামী বছর ভারতে জনগণনা বা আদমশুমারি শুরু হবে তার আগেই এই সম্প্রদায়ভিত্তিক জনগণনা করতে চায় তারা। আর বিশ্লেষকরা বলছেন, এ নিয়ে আবারও রাজনীতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।

ভারত জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা  রেজিস্টার (এনপিআর) নিয়ে তুমুল বিবাদের মধ্যে আদমশুমারি নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। অবশ্য সম্প্রদায়ভিত্তিক জনগণনা কিন্তু এবারের প্রথম হচ্ছে না। এর আগে ২০১১ সালে মনমোহন সিংয়ের সরকার গোটা  দেশে ‘আর্থ-সামাজিক এবং জাতিগত জনগণনা’ করেছে। কিন্তু সেই পরিসংখ্যান প্রকাশ হয়নি। একই ধরনের শুমারি আবার করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। আর এই উদ্দেশ্য সফল করতে সংসদের আসন্ন অধিবেশনে  কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করতে তৈরি হচ্ছে তাদের কয়েকটি ‘বন্ধু’ দল।

সর্বশেষ খবর