রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মিয়ানমারসহ নতুন ছয় দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

মিয়ানমারসহ নতুন ছয় দেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিয়ানমার ও নাইজেরিয়াসহ নতুন ছয়টি দেশের ওপর বিধিনিষেধ দিয়ে বিস্তৃত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। শুক্রবার এক আদেশে তিনি এ নতুন নিষেধাজ্ঞা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন বিধিনিষেধের ফলে ইরিত্রিয়া, নাইজেরিয়া, মিয়ানমার ও কিরগিজস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ কমে আসবে। সুদান ও তানজানিয়ার নাগরিকদের জন্য বন্ধ হবে ‘ডাইভারসিটি ভিসা’। তবে দেশ ছয়টির নাগরিকদের ভ্রমণ ভিসা, শিক্ষার্থী ও ব্যবসা সংশ্লিষ্ট ভিসা আগের মতোই চালু থাকবে। নিরাপত্তা ও তথ্য-ভাগাভাগি বিষয়ে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া মান অর্জনে ব্যর্থ হওয়ায় নতুন এ ছয় দেশকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি শ্যাড ওলফ জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের নতুন এ নীতি ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। মূলত পাসপোর্ট সংক্রান্ত প্রযুক্তির আধুনিকায়ন না ঘটানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্দেহভাজন জঙ্গি ও অপরাধীদের বিষয়ে তথ্য ভাগাভাগি না করার কারণেই এ দেশগুলোকে ভিসা নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ওলফ জানিয়েছেন।

সর্বশেষ খবর