সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

লন্ডনে ছুরি নিয়ে হামলাকারী যুবক গুলিতে নিহত

যুক্তরাজ্যে লন্ডনের দক্ষিণাঞ্চলে একটি ব্যস্ত রাস্তায় ছুরি নিয়ে লোকজনের উপর হামলার পর পুলিশ এক যুবককে গুলি করে হত্যা করেছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গতকাল স্ট্র্যাথাম হাই রোডে প্রকাশ্য দিবালোকে এই যুবকের ছুরি হামলায় বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। অনলাইন। পুলিশের গুলি সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা তিনটি গুলির শব্দ শুনেছেন এবং ডাক্তারদেরকে কয়েকজন মানুষের চিকিৎসা করতে দেখেছেন। স্ট্র্যাথামের ১৯ বছরের এক ছাত্র বুটস ফার্মেসির কাছে গোটা ঘটনাটি ঘটতে দেখেন। তার কথায়, ‘দেখলাম ছুরি হাতে এবং রূপালি ক্যানিস্টার বুকে বাঁধা এক ব্যক্তিকে ধাওয়া করছে পুলিশ।

তারপর ওই ব্যক্তিকে গুলি করা হয়। আমি তিনটি গুলির শব্দ শুনেছি।’ এদিকে সোশ্যাল মিডিয়ার ছবিতে এক ব্যক্তিকে মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা  গেছে। পুলিশ কর্মকর্তারা তার দিকে বন্দুক তাক করে ছিলেন। ওই ব্যক্তির কোমরে আত্মঘাতী বেল্ট বাঁধা ছিল বলে ছবিতে মনে হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ বিস্তারিত কিছু উল্লেখ না করলেও এক টুইটে জানিয়েছে, ছুরি হামলার ঘটনায় মুসলিম জঙ্গিদের যোগসূত্র রয়েছে।

সর্বশেষ খবর