মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মার্কিন নির্বাচনের ‘ঘণ্টা’ বাজল

মার্কিন নির্বাচনের ‘ঘণ্টা’ বাজল

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ শুরু হলো গতকাল থেকে আইওয়া ককাস শুরুর মাধ্যমে। অর্থাৎ ঘণ্টা বাজা শুরু হলো। ডেমোক্র্যাটিক ভোটাররা হোয়াইট হাউসে যাওয়ার জন্য প্রার্থী বাছাইয়ের ভোট দেওয়া শুরু করেছেন। ভোট হবে রিপাবলিকান প্রার্থী বাছাইয়েরও। যদিও রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পই মনোনয়ন পাবেন বলেই ধারণা। ওদিকে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পাওয়ার জন্য ১১ জন প্রতিদ্বদ্ধিতা করছেন। অবশ্য আইওয়াতে জিতলেই প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পাবেন কেউ, এমন গ্যারান্টি নেই। গত কয়েক সপ্তাহ ধরে প্রার্থীরা আইওয়াতে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি ভোট সব সময় আইওয়া থেকেই শুরু হয়। জুনের প্রথমার্ধ পর্যন্ত চলবে এই প্রাইমারি। নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রাইমারি। এখনো পর্যন্ত পাওয়া জরিপে বিশ্লেষকরা ধারণা করছেন, আইওয়াতে বার্নি স্যান্ডার্সের জনপ্রিয়তা বহাল থাকবে। তবে, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন জনপ্রিয়তার বিচারে দ্বিতীয় অবস্থানে।

প্রাইমারি আসলে কী : যুক্তরাষ্ট্রে সংবিধানে এই ‘প্রাইমারি’ সম্পর্কে কিছুই বলা নেই- তাই ব্যাপারটি নির্ধারিত হয় রাজ্য আইন অনুযায়ী। এ আইনে নির্ধারিত হয়, এই প্রাইমারি রুদ্ধদ্বার কক্ষে হবে কিনা অর্থাৎ যারা শুধু দলের রেজিস্টার্ড বা তালিকাভুক্ত, তারাই ভোট দিতে পারবেন, নাকি খোলা হবে মানে  যেখানে যে কোনো ভোটার ভোট দিতে পারবেন। এই প্রতিনিধিরা দলের চূড়ান্ত সম্মেলনে যার পক্ষে ভোট  দেবেন। এরপরে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে  প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর