মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ওআইসির

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ নামে যে রূপরেখা প্রকাশ করেছেন তা প্রত্যাখ্যান করেছে মুসলিম দেশগুলোর জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। এর আগে শনিবার আরব দেশসমূহের জোট আরব লীগ ট্রাম্পের ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করে। কথিত ওই শান্তি পরিকল্পনার পর ৫৭ রাষ্ট্র নিয়ে গঠিত এই মুসলিম জোট সৌদি আরবের জেদ্দা শহরে গতকাল এক জরুরি বৈঠক করে। বৈঠক শেষে বিবৃতিতে ওআইসি জানিয়েছে, তারা জোটের সব সদস্য রাষ্ট্রকে এ পরিকল্পনার সঙ্গে জড়িত না হওয়া ও পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন প্রশাসনকে সহযোগিতা না করার আহ্‌বান জানিয়েছে।

রাশিয়ার উদ্বেগ : মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া।

সর্বশেষ খবর