বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এনআরসি নিয়ে লোকসভায় সুর নরম বিজেপির

এনআরসি নিয়ে লোকসভায় সুর নরম বিজেপির

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে ভারতে বিক্ষোভ অব্যাহত আছে। এখনো সে দেশের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ। এই নিয়ে কিছুদিন আগেও যুদ্ধংদেহী ছিলেন ক্ষমতাসীন বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা  ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেছিলেন, পুরো ভারতে এনআরসি চালু হবে। কিন্তু হঠাৎ করেই সেই মনোভাবে ভাটা দেখা দিয়েছে। লোকসভায় লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা ভারতে এনআরসি চালু করার কোনো পরিকল্পনা এখন নেই। গতকালই লোকসভায় এ কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, জাতীয় স্তরে এনআরসি চালু করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, জাতীয় পর্যায়ে এনআরসি বাস্তবায়নের ব্যাপারে এখন পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকারের এই অবস্থানের মাধ্যমে গত দুই মাস ধরে দেশটিতে এনআরসি এং নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-বিরোধী যে বিক্ষোভ চলছে; তা শান্ত হবে বলে আশা করছে বিজেপি সরকার।

ধর্মের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব দিতে গত বছরের ডিসেম্বরে দেশটির পার্লামেন্টের উভয়কক্ষে সংশোধনী নাগরিকত্ব আইন পাস হয়। বিতর্কিত এই নাগরিকত্ব আইনের প্রতিবাদে সেই সময় দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। রাজধানী নয়াদিল্লির শাহিনবাগে সেখানকার স্থানীয় বাসিন্দারা এই আইন বাতিলের দাবিতে এখনো টানা বিক্ষোভ করে আসছেন। তবে দেশটির সরকার নতুন নাগরিকত্ব আইনের খসড়া এখনো প্রকাশ করেনি।

সর্বশেষ খবর