বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘কারিগরি ত্রুটি’ ডেমোক্র্যাটদের আইওয়া ককাসের ফল দেরি

‘কারিগরি ত্রুটি’ ডেমোক্র্যাটদের আইওয়া ককাসের ফল দেরি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী ঠিক করার আনুষ্ঠানিক প্রক্রিয়ার শুরুতেই চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ‘কারিগরি ত্রুটি’র কারণে দলটি সোমবার তাদের আইওয়া অঙ্গরাজ্যের ককাসের ফলই নির্ধারিত সময়ে জানাতে পারেনি। ডেমোক্র্যাট পার্টির নেতারা বলছেন, তাদের কাছে যে তিন সেট ফল এসেছে, তার মধ্যে অসংগতি ধরা পড়েছে। আজকের মধ্যেই ককাসের চূড়ান্ত ফল জানানো যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা। ফল ঘোষিত না হলেও জনমত জরিপে এগিয়ে থাকা ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সই আইওয়ার ককাসে নিজেকে জয়ী বলে দাবি করেছেন। প্রাথমিক তথ্যে পিট বুটিগিগের চেয়ে তিনি বেশি সমর্থন পেয়েছেনÑ সোমবার এমনটাই জানিয়েছেন চার বছর আগে হিলারির কাছে মনোনয়ন লড়াইয়ে হারা এই ‘সোশ্যাল ডেমোক্র্যাট’। এখন সবার চোখ ১১ ফেব্রুয়ারির নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে কি ফল আসে তার ওপর।

সর্বশেষ খবর