বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রামমন্দির নির্মাণে ট্রাস্ট গঠনের ঘোষণা মোদির

সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় তিনি এ ঘোষণা দেন। ‘আমার সরকার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে, এটি রামমন্দির নির্মাণ ও সংশ্লিষ্ট ইস্যুগুলোর ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে,’ লোকসভায় বলেন মোদি। বাবরি মসজিদ-রাম জন্মভূমি নিয়ে করা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়ে নভেম্বরে সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছিল। পাশাপাশি মসজিদের জন্য কাছাকাছি অন্য স্থানে জমি দিতে হবে সরকারকে।

সর্বশেষ খবর