শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

১৫ বছরের মধ্যে অর্থনৈতিক সংকটে পড়বে মধ্যপ্রাচ্য

আইএমএফের প্রতিবেদন

আগামী ১৫ বছরের মধ্যেই বড় আর্থিক সংকটে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ২০৩৪ সালের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো অন্তত দুই ট্রিলিয়ন (দুই লাখ কোটি) মার্কিন ডলার সমমূল্যের সম্পদ হারাতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে আইএমএফ জানায়, ধারণার চেয়েও অনেক দ্রুত তেলের চাহিদা কমে আসবে। ফলে গালফ করপোরেশন কাউন্সিলের (জিসিসি) ছয় সদস্য দেশের (সৌদি, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন) অর্থনীতিতে টান পড়বে। এ ছয়টি দেশে বিশ্বের পাঁচ শতাংশ অপরিশোধিত তেল উৎপাদন হয়। সংস্থাটি জানায়, চূড়ান্ত অর্থনৈতিক সংস্কার না হলে মধ্যপ্রাচ্যের দেশগুলো বড় সংকটে পড়তে যাচ্ছে। ২০৩৪ সালের মধ্যেই তারা অন্যতম ঋণী অঞ্চল হয়ে উঠবে। আর মাত্র এক দশকের মধ্যেই তাদের তেল-বহির্ভূত সম্পদও কমে আসবে। আইএমএফের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগের পরিচালক জিহাত আজৌর এক সাক্ষাৎকারে বলেন, ওই অঞ্চলের দেশগুলোর দীর্ঘমেয়াদি এবং কৌশলগত চিন্তা করা প্রয়োজন।

সর্বশেষ খবর