শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

১০ কোটি ডলার দান বিল গেটস দম্পতির

মারণ ভাইরাসে চীনে মৃতের সংখ্যা ছাড়াল ৬৩৬। আর মারণ ভাইরাসটি প্রথম যে চিকিৎসক নজরে এনেছিলেন তিনি গতকাল মারা গেছেন। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস প্রতিরোধে ১০ কোটি ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮৫০ কোটি টাকা) দান করার ঘোষণা দিয়েছেন বিল গেটস দম্পতি। কিরোনাভাইরাস শনাক্ত, ভ্যাকসিন গবেষণা এবং চিকিৎসার জন্য এই বিপুল অর্থ খরচ করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে করোনাভাইরাসের চিকিৎসায় এ অর্থ দান করা হবে।

 

সর্বশেষ খবর