রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মাস্ক গ্লাভসের চাহিদা বহুগুণ বেড়েছে

মাস্ক গ্লাভসের চাহিদা বহুগুণ বেড়েছে

বিশ্বে মাস্ক, গ্লাভস ও গাউনের চাহিদা শতগুণ বেড়েছে। মূলত করোনাভাইরাস আতঙ্কে এ চাহিদা বাড়ল। একই সঙ্গে বেড়েছে এসব দ্রব্যের দাম। এর ফলে মাস্ক, গ্লাভস ও গাউনের বৈশ্বিক সরবরাহ-ব্যবস্থায় ‘ভয়াবহ বিশৃঙ্খলা’ দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিসাস।

তিনি জানান, যারা চিকিৎসাকর্মী নন তারাও এসব সামগ্রী কিনছেন। প্রয়োজনীয় না হলেও নিজেদের ব্যবহারের জন্য তারা এগুলো কিনছেন। শুক্রবার জেনেভায় সংবাদ সম্মেলনে আধানম বলেন, ‘যখন চাহিদা বেড়ে যায় কিন্তু জোগান সীমিত থাকে তখন মজুদ করে পরে উচ্চদামে বিক্রি করার মতো অসৎ কর্মকান্ডের চর্চা হয়। এ কারণে আমরা সংহতির আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘স্বাভাবিকের চেয়ে চাহিদা ১০০ গুণ বেড়েছে এবং দাম বেড়েছে ২০ গুণ। জরুরি অবস্থার কারণে চার থেকে ছয় মাসের চাহিদা একসঙ্গে জড়ো হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, যাদের চাহিদা সবচেয়ে বেশি অর্থাৎ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি, তাদের সেবাদানকারী ও স্বাস্থ্যকর্মীদের জন্য সরবরাহ নিশ্চিত করতে তিনি উৎপাদনকারী ও বিপণনকারীদের সঙ্গে কথা বলেছেন। গ্লাভস, মাস্ক, শ্বাসমুখোশ ও অন্যান্য ‘ব্যক্তিগত সুরক্ষা যন্ত্র’ প্রতিটি অঞ্চলে পাঠানো হয়েছে। টেডরস বলেন, ‘আমরা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে ন্যায্য ও যুক্তিযুক্ত সরবরাহ এবং বাজারের ভারসাম্য পুনরায় নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছি। প্রত্যেককে নিরাপদ রাখার ভূমিকায় আমাদের অংশ রয়েছে।’

সর্বশেষ খবর