সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আফগান সৈন্যের গুলিতে দুই মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর পোশাক পরা এক ব্যক্তির মেশিনগানের গুলিতে যুক্তরাষ্ট্রের দুই সৈন্য নিহত ও আরও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শনিবার নানগারহার প্রদেশে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের বাহিনীর ‘গুরুত্বপূর্ণ নেতৃত্বের যৌথ প্রশিক্ষণ’ শেষে এ গুলির ঘটনা ঘটে। মার্কিন মুখপাত্র কর্নেল সনি লেগেট জানান, ‘আমরা এখনো তথ্য সংগ্রহ করছি। হামলার কারণ ও উদ্দেশ্য এখনো অজানা। আফগান নিরাপত্তা বাহিনীর ভিতরে থাকা ছদ্মবেশী হামলাকারীদের আক্রমন আফগানিস্তানে নিয়মিত ঘটনা হলেও সা¤প্রতিক বছরগুলোতে এ ধরনের হামলা হ্রাস  পেয়েছিল। দেশটির প্রতিরক্ষা বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, ঘটনাটি আফগান ও বিদেশি  সেনাদের মধ্যে সংঘর্ষের কারণে ঘটেছে, না কি জঙ্গি হামলা তা পরিষ্কার নয়। প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা নানগারহার দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

সর্বশেষ খবর